প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ৭:১০ পি.এম
বীরগঞ্জে ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের সন্ত্রাসী আনারুলের বিরুদ্ধে রহিমুল হকসহ গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন।

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ,দিনাজপুর)প্রতিনিধি:
গতকাল ২৮ জানুয়ারি'২০২৫ দুপুর ৩ টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী রহিমুল হক কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে ডাঙ্গারহাট এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত মজিবরের পুত্র ও ক্রসফায়ারে নিহত সাবদারুলের ছোটভাই সন্ত্রাসী আনোয়ারুলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
লিখিত বক্তব্যে জানানো হয় পুর্ব শত্রুতা ও পরিকল্পিত হত্যাকান্ড ঘটাতে গত ২৭ জানুয়ারী'২০২৫ দুপুরে আনোয়ারুল তার ভাতিজা রফিকুল এবং অজ্ঞাত ৩-৪ জন রহিমুল হক কে বীরগঞ্জ যাওয়ার পথে ধাওয়া করে।
স্থানীয় সাতখামার স্কুলের কাছে তার গতিরোধ করে, অবস্থার বেগতিক দেখে রহিমুল হক প্রথমে স্বাধীন বটগাছ এবং পরে তার ভায়রার বাড়ি তথা মরহুম মোসলেম মেম্বারের বাড়ি মরিচায় গিয়ে আত্মরক্ষার চেষ্টা করে কিন্তু পূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আনোয়ারুল ও তার দলবল সেখানেই রহিমূল হক কে আক্রমণ করে।
ফলে গ্রামবাসী আনোয়ারুলের উপর ক্ষিপ্ত হয়ে আটক করে পুলিশে সংবাদ দেয়। সেখানে বীরগঞ্জ থানার এএসআই সিরাজুল আওলাদ সঙ্গীও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আনারুল কে ছেড়ে দিয়ে উভয় পক্ষকে থানায় আসতে বলেন।
রহিমুল হক নিরাপত্তা চেয়ে থানায় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চললেও আনোয়ারুল পুলিশের কথা পাত্তাই দেয় না কারন তার মেয়ে সেনা বাহিনীতে চাকরি করে, তাই দম্ভে কাউকে কোন তোয়াক্কা করেন না।
আনারুলের সাথে পূর্ব শত্রুতার কারণে রহিমুল হক থানায় জিডি করেছে এবং আদালতে মামলা চলমান আছে, সেই মামলা তুলে নেওয়ার জন্য আনোয়ারুল ও তার দলবল সার্বক্ষণিক চাপ সৃষ্টি করে চলেছে, মামলা তুলে না নিলে যেকোনো মুহূর্তে হত্যাকান্ডসহ বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে বলে হুমকি দিচ্ছে।
লিখিত বক্তব্য পাঠ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী রহিমুল হক সে সময় তার সঙ্গে ছিলেন সাবেক ইউপি সদস্য বজলুর রহমান, দুলাল মিয়া, আলমগীর হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মানিক মিয়া, নুরুজ্জামান, নাসির, শহিদুল, শরিফুল, ইউনুস, আনিসুর রহমানসহ প্রায় শতাধিক গ্রামবাসী।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত