
মো: ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ টু খানসামা গ্রামীন রাস্তায় মালবাহী ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬৫) নামে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
গুরুতর আহত হয়েছে মৃত তপুর ছেলে মফেল (৫০) ও আশরাফুলের ছেলে রেজাউল (৪০) তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ৫ মার্চ গত মঙ্গলবার রাতে এই রাস্তায় ২২ মাইল ঢোলপুকুর ব্রিজ এলাকায় ডাম্পট্রাকে পিষ্ট হয়ে বিমল নামে ১ জন নিহত হয়েছে, আজ শনিবার ৮ মার্চ’২০২৫ সকাল সাড়ে ১০টার দিকে প্রেমবাজারে একই ঘটনা ঘটেছে। ৩ দিন ব্যবধানে ৩ কিলোমিটারের মধ্যে ২ জন নিহত এবং ৪ জন আহত হলো।
৫ তারিখের বালু বহনকারী ডাম্পট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট ১২-২১০৪ এবং আজকের ঘাতক মালবাহী ট্রাক নম্বর. ঢাকা মেট্রো-ট ১৬-৮৮১৪ আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা।
মৃত ধলু মিয়ার ছেলে নিহত আজাহার আলীসহ আহতরা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা ৩ জন একই মোটর সাইকেলে গরু কিনতে কাহারোল হাটে যাচ্ছিল।
পথিমধ্যে একজন নিহত হয়
থানার এএসআই সিরাজুল আওলাদ এবং সঙ্গীয় ফোর্স লাশের সুরতহাল রেকর্ড করে পরিবারের নিকট হস্তান্তর ও ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা হেফাজতে নিয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ইউডি মামলা হয়েছে, ট্রাকটি আটক রয়েছে।