
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের সৈয়দপুর কল্যাণীর স্থায়ী বাসিন্দা আবু তাহেরের দায়ের করা ভাংচুর ও মারধরের মামলায় সন্ধীয় আসামী উপজেলার ৫নং সুজালপুর ইউপি চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক মো: নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের বিজয় চত্বরে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: খাজিমুদ্দিন জানান, গত (১৪ অক্টোবর’২০২৪) উপজেলার নিজপাড়া উইনিয়নের সৈয়দপুর কল্যাণীর স্থায়ী বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ
আবু তাহের ভাংচুর ও মারধরের কথা উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি রাজনৈতিক মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর ৮। তারা ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী হওয়ায় ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল গফুর সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যানকে শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। এ মামলার এজাহারভুক্ত সহ অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।