বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাবীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু। 

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ ড্রাইভারের মর্মান্তিক মৃত্যু। 

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ,বীরগঞ্জ( দিনাজপুর)প্রতিনিধি:

২৫ অক্টোবর’২০২৪ সকাল সাড়ে ১১ টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন রহিম বক্স হাই স্কুলের নিকটে একটি পিক আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক এনামুল হকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত্যু এনামুল হক (৪৬) সরিজপুর নওগাঁ সদর শফির উদ্দিনের ছেলে।

ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছে, মৃত্য ড্রাইভারের লাশ বীরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি ঘটনাস্থলেই রয়েছে।

ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি তবে খুব অল্প সময়ে তারা পৌছালে বিধিসম্মত ব্যবস্থা নেয়া হবে মর্মে নির্ভরযোগ্য সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments