
মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দিনাজপুরের বীরগঞ্জে ১৬০ টি পূজামণ্ডপে ১১২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার-ভিডিপির সদস্য মোতায়েন করা হয়েছে। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত পৌরসভার ৯টি ও উপজেলার ১১টি ইউনিয়নের ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় বীরগঞ্জ উপজেলার ১৬০টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় মণ্ডপগুলোতে মোতায়েন করা হয়েছে আনসার-ভিডিপি সদস্য। এদের মধ্যে পিসি ৮০ জন, এপিসি ১৬০ জন, পুরুষ ভিডিপির সদস্য ৮০০ জন মহিলা ৩২০ জন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বীরগঞ্জ উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো: জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক
মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দিক নির্দেশনায় (৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
এছাড়াও শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে বড় পূজামণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।
এ সময় তিনি আরও জানান, উপজেলার যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য স্ট্রাইকিং ফোর্স ব্যাটালিয়ন আনসার টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় সর্বত্র কাজ করবেন।