প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১১:২২ এ.এম
বীরগঞ্জে ৭ জুয়াড়ি আটক.

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ , বীরগঞ্জ (দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট আব্বাসের মিল চাতাল হতে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর'২৪ মধ্যরাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ টু গোলাপগঞ্জহাট সড়কের পাশে আব্বাস আলীর উত্তরা ব্যাংক লিঃ ষ্টেশন রোড, দিনাজপুর শাখায় দায়বদ্ধ মাওলা ইন্ডাষ্ট্রি নামীয় মিল চাটালে জুয়া খেলার সময় বীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও গডফাদার আব্বাস আলীসহ ৭ জুরায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মান্নানের ছেলে মো: আতাহারুল ইসলাম (৪০), মৃত দবির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৩), মৃত রহিম উদ্দিনের ছেলে মো: তৈয়বুল ইসলাম সাবুল(৪৩), শুকানু চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (৪৩), তারক ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫০), মৃত আব্দুল হামিদের ছেলে মো: ফারুক হোসেন (৫৮) ও মৃত সাঈদ আলীর ছেলে আব্বাস আলী (৬৫)।
নগদ ২১ হাজার ১শত ৭৫ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার পুর্বক তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে ১(১)২০২৫ নম্বর মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, জুয়ার আসরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত