সোহেল রানা,কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আরাফাত হোসেন ওই এলাকার ভাঙরি ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, আরাফাত দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে মাঠ থেকে বাড়ীতে বাড়িতে গরু নিয়ে আসার পথে বৃষ্টির সাথে তার গায়ে বজ্রপড়লে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।