
শুভরঞ্জন বড়ুয়া , আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।
বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত ও পাঠক নন্দিত দৈনিক সাঙ্গু পত্রিকার ২৪ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় আলীকদম উপজেলা পরিষদ হল রুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মুমিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহেল রানা, এলজিইডি কর্মকর্তা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দীন আহমদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শুভ রঞ্জন বড়ুয়া, আলীকদম প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন জুয়েল, আলীকদম প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মোঃ শাহ আলম, আলীকদম থানা প্রতিনিধি প্রমুখ। এছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির সাফল্য ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, দৈনিক সাঙ্গু বৃহত্তর চট্টগ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পত্রিকাটির ২৪ বছর পূর্তি এলাকার সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দৈনিক সাঙ্গু পত্রিকার দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সাঙ্গু পত্রিকার পাঠক ও স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেবে বলে আশা ব্যাক্ত করেন সাঙ্গু পত্রিকার আলীকদম উপজেলা প্রতিনিধি সুশান্ত কান্তি তংচংগ্যা ।