বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরে ভূয়া দলিল দিয়ে ২৫ ডিসিমিল জায়গা ভোগ দখলের...

বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরে ভূয়া দলিল দিয়ে ২৫ ডিসিমিল জায়গা ভোগ দখলের অভিযোগ

মোঃ সুমন ভূঁইয়া,  নোয়াখালী বিশেষ প্রতিনিধি:

বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরে ভূয়া বয় নামা দিয়ে ২৫ ডিসিমিল ওয়ারিসি সম্পত্তি ভোগ দখলের অভিযোগ এনে ১০ নং নরোত্তমপর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  সাদ্দাম হোসেন গং অভিযোগ করেছে।

অভিযোগকারীরা জানান, বিবাদী নুর নবী গং আমাদের ওয়ারিশি মালিকানাধীন ২৫ ডিসিমিল সম্পত্তি  দীর্ঘ দিন থেকে ভোগ দখল করে আসছে। পরে এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করলে শালিসি বৈঠক বসতে উভয়ে সম্মতি প্রকাশ করে, এতে বাদী পক্ষের ২ জন, বিবাদী পক্ষের ২ জন করে মোট ৪ জন শালিসদার নিয়োগ করা হয়, এবং বাদী পক্ষের ১ জন সার্বেয়ার,বিবাদী পক্ষের ১ জন, এবং নিরপেক্ষ একজন সার্ভেয়ার নিয়োগ করা হয়। সীমানা ও নির্ধারণ করা হয়। এরপর শালিসি বৈঠকে বসে, শালিসি বৈঠকে বাদী পক্ষ বিবাদী পক্ষের বয় নামা জাল বলে প্রমান করতে সক্ষম হয়। এরপর বাদী পক্ষের শালিসদারগণ বিবাদীকে  সই মহর নকল উপস্থাপন করতে পারলে জায়গার মালিকানা থেকে সরে যাবে বলে প্রস্তাব দেয়, কিন্তু বিবাদী ঐ কাগজ উপস্থাপন করতে না পারার কারনে শালিসি বৈটক বেস্তে যায়। এমতাবস্থায় বাদী পক্ষ  আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। বাদী পক্ষ আদালতে ন্যায় বিচার পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন,.

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments