
মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা)
বেনাপোল পৌরসভা প্যাচর বাওড় নামক স্থানে,
অদ্য তারিখ:০৭-০৬-২০২৪ ইং, রোজ: শুক্রবার রাত ২১:৩০ মিনিটের সময়, বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব,রাফিউল রাফি কে, বেনাপোল প্যাচর বাওড় নামক স্থানে, দুবৃত্তকারীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে বলে জানা যায়। তাকে তাৎক্ষণিক নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে, দায়িত্বরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করার জন্য পরামর্শ দিলে, তাকে যশোর ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করার উদ্দেশে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কে বা কাহারা তাকে কোন উদ্দেশ্যে অতর্কিত ভাবে হামলা করেছে তার সুনির্দিষ্ট ভাবে এখনো কনো কিছু জানা যায়নি। তবে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে দ্রুত বেনাপোল পোর্ট থানা পুলিশ যথা সময়ে উপস্থিত হয়ে দুর্বিত্তকারিদের চিহ্নিত করার উদ্দেশে, প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে বিভিন্ন খোঁজ খবর নেন এবং উক্ত ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে স্থানীয় লোকজনের কাছ থেকে শোনা যায়।