বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবেনাপোল চেকপোস্টে প্রতারকচক্রের আট দোকানে তালা দিয়েছে পুলিশ।

বেনাপোল চেকপোস্টে প্রতারকচক্রের আট দোকানে তালা দিয়েছে পুলিশ।

সিয়াম খান, শার্শা (যশোর) শিক্ষানবিশ প্রতিনিধি:

বেনাপোল চেকপোস্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের আটটি সাইনবোর্ড বিহীন দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আরও চার দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত প্রতারকদের আটটি দোকানে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেনাপোল বন্দর হয়ে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে ভারতে। এক শ্রেণির প্রতারকচক্র চেকপোস্ট এলাকায় বিভিন্ন মার্কেটে সাইন বোর্ড বিহীন দোকান ভাড়া নিয়ে বসে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের পাসপোর্টের ফরম ও ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়ার কথা বলে ওই সব দোকানঘরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের টাকা-পয়সা ও সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। তবে চেকপোস্ট এলাকায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও তারা তেমন কোনো ভুমিকা রাখে না। সবশেষ গতকাল সোমবার চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে আট পাসপোর্ট যাত্রীর কাছ থেকে নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। আজ দুপুরে চেকপোস্ট এলাকায় সাইনবোর্ড বিহীন আটটি দোকান ঘরে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments