বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবেনাপোল ট্রাক টার্মিনাল নির্মাণ কাজে ভারতীয় বিএসএফের বাঁধা, কাজ বন্ধ ১২ দিন।

বেনাপোল ট্রাক টার্মিনাল নির্মাণ কাজে ভারতীয় বিএসএফের বাঁধা, কাজ বন্ধ ১২ দিন।

মোঃ জাকির হোসেন, বেনাপোল,শার্শাঃ-

দেশের বৃহত্তর স্থলবন্দর যশোরের বেনাপোল সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ করার অভিযোগ এনে স্থলবন্দরে নির্মানাধীন কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনাল’- নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফলে ১১ দিন ধরে টার্মিনালটির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে যথাসময়ে টার্মিনালটির নির্মাণ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুনে কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনাল‘ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজটি শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দর দিয়ে প্রবেশ করবে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট থাকবে না। পাশাপাশি সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা।

তিনি আরও বলেন, সীমান্তের ১৬ একর জমির উপর নির্মাণাধীন টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে দ্রুতই নির্মাণাধীন অবশিষ্ট কাজ শুরু হবে বলে তিনি আশাবাদী।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিএসএফ কাজ বন্ধ করে দিয়েছে এ তথ্য জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments