প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ৭:৪৭ এ.এম
বেনাপোল পোর্ট থানার অভিযানে ১৫ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার।

জাকির হোসেন বেনাপোল (শার্শা) প্রতিনিধি:-
যশোরের বেনাপোল পৌরসভার ৬ ওয়ার্ড ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজন নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
১০ ডিসেম্বর, সোমবার রাত১২টার সমায় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত