
মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধিঃ
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেনসিডিল সহ ফারজানা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
সোমবার ( ১৯ ফেব্রয়ারী) বিকালে তাকে আটক করা হয়। আটক ফারজানা ঢাকার কেরানিগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে থেকে যশোর কলিকাতা মেইন রোডের উপর হতে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ ফারজানা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত বিষয়টি অবহিত করেছেন।আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।