মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা)ঃ- বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ২টি দেশীয় শর্টগান (আগ্নিয়) অস্ত্র সহ ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
রোজঃ রবিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে সীমান্তের পুটখালী গ্রামে, অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলো, পুটখালী গ্রামের জালাল উদ্দিনের ছেলে রুবেল হোসেন ও একই গ্রামের খোকন ধাবকের ছেলে ইয়াসিন আলী।
এ ব্যাপারে যশোর র্যাব ক্যাম্পের দায়িত্বরত সদস্য মাসুদ জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ২ টি অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাসুদ।