
মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধিঃ-
বেনাপোল সীমান্ত থেকে ৫০ পুরিয়া হেরোইন সহ সাজু শেখ (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারী) ভোর রাতে তাকে আটক করা হয়। আটক সাজু বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের কিনু শেখের ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল কাস্টমস হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী সাজুকে ৫০ পুরিয়া হেরোইন সহ আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভুক্ত, উদ্ধার হেরোইনসহ আটক সাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।