বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগবেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন। 

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন। 

মো:আল আমিন, নিজস্ব প্রতিনিধি, বেলকুচি (সিরাজগঞ্জ)

এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের অপারেশন হবে।

সোমবার (০১লা এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অপারেশন থিয়েটার উদ্বোধন করেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম। তিনি উদ্বোধন কালে বলেন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর এই প্রথম অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হলো।

এখানে মাত্র আট টাকা সরকারি ফিতে প্রসূতি মায়েরা ভর্তি হয়ে অপারেশন করাতে পারবে।

এনেস্থিসিয়া মেশিন ছিল না, কামারখন্দ হাসপাতাল থেকে মেশিন এনে মেরামত করা হয়েছে এবং আরও অন্যান্য হাসপাতাল থেকে মালামাল সংগ্রহ করে অপারেশন থিয়েটার প্রস্তুত করা হয়েছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার অসহায় গরীব মানুষ বিনা খরচে সিজার করাতে পারবে।

এবং অপারেশন থিয়েটার চালু হওয়ায় দুস্থ অসহায় মানুষের কিছুটা হলেও উপকার হবে। এসময় উদ্ভোদনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাঃ ফারহানা হায়দার চৌধুরী, সহকারী সার্জন ও মেডিকেল অফিসার ডাঃ পিংকি রানী সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাগণ, উপজেলা স্বাস্থ্য সহকারীগণসহ হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রমূখ।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments