
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) স্বাধীনতা ও মুক্তি যুদ্ধের অবদানের জন্য ২০২৪ সালে স্বাধীনতা পুরষ্কার (মরণোত্তর) পাচ্ছেন।
শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
স্বাধীনতা পুরষ্কারের জন্য নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবদানের জন্য। দেশের জন্য জীবন উৎসর্গকারী এই অকুতোভয় বীর ১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেন নগর গ্রামে জন্মগ্রহণ করেন।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ জানান, নরসিংদীর বীর মুক্তিযোদ্ধা জাতির সূর্য সন্তান ২০২৪ সালে স্বাধীনতা পুরষ্কার পাবার খবর শোনে আমরা আনন্দিত ও গর্বিত।
শিক্ষক জাকির হোসাইন জানান,বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পুরষ্কার পাবার আনন্দে আমরা বেলাববাসী গর্বিত।