প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪২ পি.এম
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আহাদের মায়ের সাথে অসৌজন্যমূলক আচারণ।

রুবেল মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত উপজেলা সদরের ডাকবাংলো এলাকার শহীদ আহাদের আম্মা পাখি খাতুন রবিবার ইউএনও অফিসে একটি বিষয় জানতে গেলে অসৌজন্য মূলক আচরণ করেন মহম্মদপুর ইউএনও অফিসের ৪র্থ শ্রেণীর কর্মচারি শুকুর মৃধার ছেলে হান্নান মিয়া।
এঘটনা আহাদের মা' পাখি খাতুন বৈষম্য বিরোধী ছাত্রজনতার নেতৃবৃন্দ-কে জানালে বিষয়'টি উত্তেজনায় রুপ নেয়।
অদ্য সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বাংলোর সামনে জড়ো হয়ে গতকালের বিষয়টি অভিযোগ করলে ইউএনও জনাব পলাশ মন্ডল আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা শান্ত হন।
এসময় উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মতিউর রহমান, আমিনুর রহমান কলেজের সিনিয়র প্রভাষক মো: নুর ইসলাম, ইউপি সদস্য মো: তানজির রহমান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য- মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলেন গত ৪ আগষ্ট গুলিবিদ্ধ হয়ে আহাদ শহীদ হন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত