প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৩৩ পি.এম
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরনে স্মরনসভা।

ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ঢাকার ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে গত ৫ই আগস্ট সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্বরনে স্মরনসভা ও জুলাই গন-অভ্যুনত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা সম্পন্ন হয়। উক্ত আলোচনায় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম এর গর্বিত পিতা এবং সভাপতি হিসেবে ছিলেন প্রফেসর ড. মো. সেলিম মিয়া অধ্যক্ষ, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ।
শহীদ ও আহতদের স্মরনসভায় বক্তব্য রাখেন ধামরাই সরকারী কলেজের শিক্ষার্থী, নুরুন্নবী, স্বাধীন হোসেন,আফসানা আক্তার, শরীফুল ইসলাম, জুবায়ের হোসেন, উজ্জল হোসেন, নিস্তব্ধ আসাদ,নয়ন হোসেন, মিরাজ হোসেন, মমিনুল ইসলাম, সাব্বির হোসেন , ফাহাদ হোসেন রাব্বানী শশী সহ ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রফিকুল ইসলাম স্যার, প্রফেসর রহুল আলম স্যার, উপাধ্যক্ষ জিয়াউল হক স্যার, ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেলিম মিয়া।
সঞালনায় ছিলেন রুকসানা আক্তার মেম ও মো. সোহেল মিয়া স্যার।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত