
মো:আকতারুজ্জামান কাজল, বোদা উপজেলা, পঞ্চগড় প্রতিনিধি।
অদ্য ২২/০৩/২০২৪ খ্রিঃ তারিখ পঞ্চগড় জেলার বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক, পিপিএম বোদা থানাধীন মাঝগ্রাম কেন্দ্রিয় জামে মসজিদে মুসল্লীদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময়, পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় সহ তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং, যৌতুক, সাইবার ক্রাইম, ট্রাফিক আইন ভঙ্গ করার প্রবণতা, মোবাইলের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি অপরাধ সমুহ নিয়ন্ত্রনকল্পে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। অতঃপর তিনি সেখানে জুম্মার নামাজ আদায় করেন।