বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবোমা হামলা ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত...

বোমা হামলা ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশার এর উপর।

মো: নাসিরুল ইসলাম, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

৩ এপ্রিল ফুলতলায় বিএনপির আহ্বায়ক ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল বাশারের ওপর বোমা হামলা, বিএনপির বিক্ষোভ। বারবার নির্বাচিত ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশারের ওপর দুর্বৃত্তদের বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৮:১০ মিনিটের সময় সুপার জুট মিলের সামনে এই হামলা চালানো হয়। তবে, সৌভাগ্যক্রমে বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনের দিকে পড়ে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ আবুল বাশার সুপার জুট মিলের সামনে মোটর সাইকেলে আরোহন করছিলেন, সে সময় একদল দুর্বৃত্ত তার দিকে বোমা নিক্ষেপ করে। তবে, আল্লাহর অশেষ রহমতে তিনি অক্ষত থাকেন।  
এই ঘটনার প্রতিবাদে ফুলতলা উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন।এ সময় বিক্ষোভস্থলে বিএনপির স্থানীয় নেতারা বলেন, “এ ধরনের কাপুরুষোচিত হামলা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments