মোঃ জসীম উদ্দিন নিরব ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় উল্লেখিত ঐতিহ্যবাহী গ্রাম পূর্বচরখিজিরপুর মরহুম আহমদ মিয়া স্মরণে, "সৈয়দা নুর নাহার শাহী জামে মসজিদ এর ১৯৮৫ সালে স্থাপিত হলেও (২৬জানুয়ারি২০২৪) তারিখে তিন তলা নতুন ভবন পূর্ণনির্মাণ স্থাপিত হয়।
গত শুক্রবার (৯ফেব্রুয়ারি) ১২টার দিকে উদ্বোধন করা হয়।
উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন অর্থদাতা ও উদ্যোক্তা বিশিষ্ট দানবীর সমাজসেবক প্রবাসী আরব আমিরাতে গোল্ডেন ভিসা প্রাপ্ত মসজিদে নতুন ভবন প্রতিষ্টাতা জনাব 'হাজী আবুল হাশেম সাহেব' মসজিদ উদ্বোধন করেন।
এতে উপস্থিতি মসজিদে পরিচালনা কমিটির জনাব জামাল উদ্দিন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন এর সঞ্চালনায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল এর সার্বিক তত্ত্বাবধানে
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সাবেক ভাইস চেয়ারম্যান ও পরিচালক জনাব আলহাজ্ব মোঃ জাহেদুল হক, বোয়ালখালী পৌরসভার মেয়র জনাব জহিরুল ইসলাম, অত্র এলাকার সমাজসেবক মীর নওশাদ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মাষ্টার, মোঃ হাসানুজ্জামান, মোঃ মাছির উদ্দিন, আবু তৈয়ব,
মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল রকি, মফিজ উদ্দিন,অর্থ সম্পাদক মোঃ আরশাদুর, মোঃ খোরশেদ, মোঃ রাশেদ সহ
অত্র এলাকার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি, ইসলামী ঐক্য পরিষদ, ও যুব উন্নয়ন পরিষদ এর বিভিন্ন সংগঠনে সদস্যবৃন্দরা মসজিদ প্রতিষ্টাতাকে পুষ্পস্বরুপ,ও সম্মাননা স্মারক হাতে তুলেদেন, সাথে আরো মান্যগন্য মুরুব্বি ও যুবক সমাজে তরুণ উপস্থিত ছিলেন।
জুমার নামাজে পর দরুদশরীফ, মাহফিল ও দোয়া মোনাজাতের পর মুসল্লীদের জন্য খাবারে ব্যাবস্থা করা হয়।