মোঃ নাঈম ।। কলাপাড়া (পটুয়াখালী)শিক্ষানবিশ প্রতিনিধি
পটুয়াখালীর মহিপুর থানার সাধারন মানুষের স্বল্প দূরত্বের চলাচলের অন্যতম মাধ্যম হচ্ছে ব্যাটারি চালিত অটো ভ্যান।
মহিপুর থানা সড়কে অটো ভ্যান চালকদের নেই কোন নিয়ন্ত্রণ বেপরোয়া গতি যেন কোন ভাবেই থামানো যাচ্ছে না । চালকদের মধ্যে বেশি ভাগ চালক কমবয়সী। গতকাল ১২ অক্টোবর বিকেল ৬ঃ৪০ মিনিটের দিকে ৬ বছর বয়সী শিশু জিনিয়া, পিতাঃ- জাকির হোসেন (৩৪) বেপরোয়া গতির কারনে মারাত্মক ভাবে আহত হয়। যার ফলে মাথা ফেটে যায় এবং হাত পায়ে গুরতর আঘাত পায়। স্থানীয়রা চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায় আহত জিনিয়াকে। জিনিয়া মহিপুর থানা সড়কের বাম পাশ দিয়ে হেটে প্রাইভেট পরতে যাওয়ার সময় একটি অটো ভানের দ্বারা দূর্ঘটনার স্বীকার হন। অতিরিক্ত গতির কারণে এই রকম দূর্ঘটনা মাঝেমধ্যেই ঘটে বলে জানান স্থানীয়রা। তারা আরো বলেন মহিপুর থানা রোডে কোন প্রকার গতি রোধক না থাকায় অনেক চেষ্টা করেও অটো ভ্যানের গতি কমানো যাচ্ছে না। এই বিষয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন