ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) শিক্ষানবিশ প্রতিনিধি।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটিতে নাসির নগরের দু'জন সদস্য নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আহবায়ক ও সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সোমবার ০৪ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ করা হয়।
জেলা বিএনপির নব ঘোষিত আহবায়ক কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সভাপতি, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক অ্যাডভোকেট এ.কে.এম কামরুজ্জামান মামুন ও নাসিরনগর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছেন।