বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগব্রাক্ষনবাড়ীয়া জেলা কসবা থানার ঐতিহ্য বাহী দ্যা ফুড প্লেস এ আগুন লেগে...

ব্রাক্ষনবাড়ীয়া জেলা কসবা থানার ঐতিহ্য বাহী দ্যা ফুড প্লেস এ আগুন লেগে ২০/২২ লাখ টাকার ক্ষয় ক্ষতি

মোঃ উজ্জ্বল মিয়া কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি

ব্রাক্ষনবাড়ীয়া কসবা থানার পুরাতন বাজারের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্য বাহী খাবারের রেস্টুরেন্ট  দ্যা ফুড প্লেসে ২৩ সেপ্টেম্বর আনুমানিক  রাত ৩ টার দিকে আগুন লেগেছে বলে জানায় কসবা জনতা টাওয়ার এর মার্কেটের পাহারাদার,, সে জানায়  রাত যখন গভীর তখন আনুমানিক ৩ টার দিকে আগুনের ধুঁয়া ছড়িয়ে পরলে সে তার আশে পাশে থাকা লোক জন ও রেস্টুরেন্টে এর কর্মচারিদের খবর দেন, এবং ফায়ার সার্ভিস কর্মিদের খবর দেন , ওনারা আশার আগেই আগুন কিছু টা স্বাভাবিক হয়েগে প্রতিষ্ঠানটির কর্মিরার কঠোর পরিশ্রম এর বিনিময়ে, এবং এই প্রতিষ্ঠানটির মালিক পক্ষের একজন জনাব সাইদুর রহমান বলেন, তাদের প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার মত ক্ষয় ক্ষতি হয়েছে , তিনি আরও বলেন মাত্র ইনডোর রুমের ভিতরে লেগেছে আগুন, তিনি বলেন পাশের আরেকটি কক্ষ আছে পার্টি সেন্টার যদি ঐটাতে আগুন পৌঁছাতো ক্ষয় ক্ষতির পরিমাণ অনেক , হতে পারতো, তিনি সর্বশেষ বলেন ইনশাআল্লাহ  আমরা আমাদের কসবার ঐতিহ্য বাহী দ্যা ফুড প্লেস পুনোরায় চালু করার জন্য খুব তারাতাড়ি সংস্কার করে দ্রুত চালু করবেন বলে আমাদের কে জানান.

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments