বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাব্রাহ্মণপাড়ায় আলতাব আলী বেবী কেয়ার একাডেমী স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

ব্রাহ্মণপাড়ায় আলতাব আলী বেবী কেয়ার একাডেমী স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

সোহেল খান চৌধুরী 
কুমিল্লা ব্রাহ্মণপাড়া আলতাব আলী বেবী কেয়ার একাডেমী স্কুলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে ২৫ তম বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও সাংস্কৃতিক  পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়।
 আলতাব আলী বেবী কেয়ার একাডেমীর  স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মো জসিম উদ্দিন স্যারের সভাপতিত্বে ও অএ ইস্কুলের সরকারি প্রধান শিক্ষক মনিরুজ্জামানের পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার 
সৈয়দা হালিমা পারভীন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন,  মো মোসলেহ উদ্দিন, সমাজসেবক ব্রাহ্মণপাড়া, মো হুমায়ুন কবির, প্রধান শিক্ষক ওশান হাই স্কুল, আব্দুল মবিন আখন্দ, প্রধান শিক্ষক  টাটেরা মহিলা দাখিল মাদ্রাসা, মো খোরশেদ আলম, প্রধান শিক্ষক প্রফেসর সেকান্দার আলী বালিকা উচ্চ বিদ্যালয়, মো আক্তার হোসেন, চেয়ারম্যান বি আর ডিবি ব্রাহ্মণপাড়া, মো গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু দীর্ঘ ভূমি হাই স্কুল,মো আব্দুল জলিল মেম্বার,  সমাজসেবক ব্রাহ্মণপাড়া, মো আনোয়ার হোসেন অনু সর্দার, সমাজসেবক ব্রাহ্মণপাড়া,মো জামাল হোসেন , পরিচালক ইসলামী ব্যাংক ব্রাহ্মণ পাড়া, মো শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, তাছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিভিন্ন  কিন্ডারগার্ডেনের  প্রধান শিক্ষকরা ও অভিভাবকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধুমাত্র শারীরিক সুস্থতা বজায় রাখে না বরং এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৃজনশীলতা এবং ধৈর্যের মতো গুণাবলী তৈরিতে সহযোগিতা করে।
তারা আরও বলেন, শিক্ষা ও ক্রীড়ার সমন্বয় একটি শিশুর পূর্ণ বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব এবং শৃঙ্খলা তৈরির জন্য ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ এবং পুরস্কৃত হওয়া শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের জীবনের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করে।
বক্তারা বলেন, পুরস্কার বিতরণে সেরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। যা তাদের উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ক্রীড়াবিদ হতে। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যকর জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলতে অভিভাবকরা সক্রিয় ভূমিকা পালন করতে পারেন।
বক্তব্য শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে আলতাব আলী বেবী কেয়ার একাডেমী  স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জনাব মো জসিম উদ্দিন স্যার অনুষ্ঠানে উপস্থিত থাকে সফল করার জন্য  সবাইকে ধন্যবাদ  জানান, অতিথিসহ স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত  স্থানীয় সুধীজনসহ সবাইকে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments