
ব্রাহ্মনপাড়া(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ১ জন কে কুপিয়ে আহত করার খবর পাওয়া গেছে৷ আহত আঃ রহিম উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের জমির হোসেন ঠিকাদারের বাড়ি মৃত ছায়েব আলীর ছেলে৷ আহত আঃ রহিম এর ছেলে মোঃ ইলিয়াস আহাম্মদ (নাসির উদ্দীন) বলেন আমাদের জমিটি প্রায় ৩০ বছর আগে ক্রয় করেছি৷ উক্ত জমিতে আমরা ঘাস চাষ করে আসছি অনেক বছর ধরে৷ শুক্রবার ৫.৪০ মিনিটে ব্রাহ্মণপাড়া দঃ পূর্বপাড়া গ্রামের আঃ খালেক ফকির এর বাড়ির আঃ খালেক ফকির এর ছেলে আঃ আলীম (৪৭) এবং আলীমের ছেলে মোঃ শুভ মিয়া (২০)ঘাস কেটে নিয়ে যাচ্ছে৷ এসময় আমার বাবা আহত আঃ রহিম বাধা দিলে তারা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে কাচি দিয়ে কুটিয়ে আহত করে৷ পরে বাবার ডাক চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে আলীম এবং তার ছেলে শুভ পালিয়ে যায়৷ এসময় এলাকার মানুষ আহত বাবাকে উদার করে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের ডাক্তার আমার বাবা আহত আঃ রহিমের বাম হাতে ৫ টি শেলাই করে৷ বর্তমানে আমার বাবা আহত অবস্থায় ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে ভর্তি আছে৷ এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় আমরা লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি৷