বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাব্রাহ্মণপাড়া ধান্যদৌল দক্ষিণপাড়া  যুব সংগঠনের উদ্যোগে  দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ব্রাহ্মণপাড়া ধান্যদৌল দক্ষিণপাড়া  যুব সংগঠনের উদ্যোগে  দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সোহেল খান চৌধুরী, ব্রাহ্মনপাড়া(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
(২২ ফেব্রুয়ারি) শনিবার  রাতে  কুমিল্লা ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের  ধান্যদৌল দক্ষিণপাড়া যুব সংগঠনের উদ্যোগে  অসহায় সুবিধা বঞ্চিত  প্রায়  ৪০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা  হয়।প্রতিটি প্যাকেটে  , তেল, পেঁয়াজ, আলু, ডাল, বুট,চিনি খেজুর, ট্যাংকসহ বিভিন্ন খাদ্যপণ্য ছিল।
ধান্যদৌল দক্ষিণপাড়া  যুব সংগঠনের  সভাপতির দায়িত্বে আছেন, সোহেল খান চৌধুরী, পরিচালনা দায়িত্ব রয়েছেন,  মো সুমন, মো জনি, মো বাবন,মো সোহেল, মো সানি, মো মাছুম, শাহরিয়া খান চৌধুরী, মো শাহিন, মোঃ মেহেদী, মোহাম্মদ জাহিদ খান, মোঃ আরমান, মো  সার্বিক সহযোগিতায়  আছেন প্রবাসী অলিউল্লাহ খান চৌধুরী, মো আলামিন, মোহাম্মদ কাউসার,মো রনি,  মোহাম্মদ ইকরাম, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ আলম, মোহাম্মদ আরিফ,সহ অন্যান্য সদস্যবৃন্দ,
ধান্যদৌল দক্ষিণপাড়া  যুব সংগঠনের সভাপতি সোহেল খান চৌধুরী বলেন গত আগস্টে  বন্যার  দুঃসময়ে আমাদের এই  সংগঠনটি  প্রতিষ্ঠা করা হয়, তখন আমাদের  ধান্যদৌল দক্ষিণপাড়া গ্রামের যুবকরা ও প্রবাসীরা মিলে একটি গ্রুপের মাধ্যমে আলাপ আলোচনা করে  সংগঠন  গড়ে তুলি। যার নাম দেয়া হয়, ধান্যদৌল দক্ষিণপাড়া যুব সংগঠন। 
তিনি আরো  বলেন, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিলো গ্রামের যুবকরা ও প্রবাসে থাকা আমাদের ভাইদের  একটি ছাতার নিচে নিয়ে আসা। গ্রামের  বিপদ-আপদে সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো।  এলাকার হতদারিদ্র মানুষদের পাশে দাঁড়ানো। সংগঠন প্রতিষ্ঠাতার পর আমরা বিভিন্ন দুর্যোগ এবং বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতে আমরা তাদের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। সে ধারাবাহিতায় আজকের এ ইফতার সামগ্রী বিতরণ। এতে সমিতির সদস্য ছাড়াও দেশে ও প্রবাসে থাকা অনেকে আমাদের সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।
ইফতার সামগ্রী উপহার পাওয়া এক জন বলেন  আমাদের এলাকার সন্তানরা  নিজের গ্রামের হতদরিদ্র মানুষদের নিয়ে চিন্তা করে। তারা যে কোন দুর্যোগ-দুঃসময়ে গ্রামের গরীব-অসহায় মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ধান্যদৌল দক্ষিণপাড়া যুব সংগঠনের  মাধ্যমে এই মানবিক কাজগুলো করছে। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয়। আমারা তাদের মন থেকে দোয়া করি। 
সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের কল্যাণে সর্বদা কাজ করে যাওয়া। প্রচার নয়, মানুষকে সমাজসেবার উৎসাহিত, অনুপ্রাণিত ও যুক্ত করা এই সংস্থাটির মুল স্লোগান। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments