প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ৯:৩৭ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।

কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই স্লোগান সামনে রেখে, ২ মার্চ সকাল ১১ টায় কসবা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ঢালি, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খাঁন জয়, ও মোঃ আশরাফ উজ্জ্বল, মোঃ ফুরকানুল ইসলাম, ও মোঃ শাহ্ পরান সহ কসবা উপজেলা ছাত্রদলের মোঃ শহিদুল খা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ প্রমুখ এ সময় বিভিন্ন আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এবং সবার অংশগ্রহণের গুরুত্ব নিয়ে।
সভায় বক্তারা বলেন, ভোটার হিসেবে প্রত্যেক নাগরিকের দায়িত্ব হলো সঠিকভাবে ভোট দেওয়া এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করা। তাছাড়া, তারা নতুন ভোটারদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার উপরও গুরুত্ব দেন।
এ ধরনের আলোচনা সভার মাধ্যমে কসবা উপজেলায় ভোটারদের মধ্যে আরও বেশি আগ্রহ এবং সচেতনতা তৈরি হবে, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত