
মোঃ:আশরাফ উজ্জ্বল। কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি ,
১২ এপ্রিল২০২৫ রোজ শনিবার , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৪টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের মাঝে ঐক্য ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠা এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় নেতা মোস্তাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে কর্মরত মার্কিন কনসালটেন্ট মি. হুইট মেশন ও মিসেস স্টেসিয়া ফিলিপস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, এস এন তরুণ দে সহ আরও অনেকে।
জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দীন বেলাল ও বেলাল উদ্দীন সরকার তুহিন।