
সোহেল খান চৌধুরী ,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)নিজস্ব প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশনকে(৩২) আটক করেছে ব্রাহ্মণ পাড়া থানা পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনায় তাকে গ্রেফতার করা হয়৷
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় দিকে উপজেলার সদরে ইউনিয়নের তার নিজ গ্রাম নাইঘর থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেনে।
পুলিশ সূত্রে জানা যায় সদর দক্ষিণ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-২২(১১)২০২৪।