বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগব্রেন টিউমারের রোগী বিত্ত স্যারকে বাঁচাতে এগিয়ে আসুন।

ব্রেন টিউমারের রোগী বিত্ত স্যারকে বাঁচাতে এগিয়ে আসুন।

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি)। 

লংগদু উপজেলার স্বনামধন্য একজন শিক্ষক জনাব বিত্ত বিকাশ চাকমা। উপজেলায় শিক্ষার আলো প্রসারে যাদের অবদান সর্বোচ্চ তাদের মধ্যে তিনি অন্যতম। কর্মজীবনে তিনি লংগদু উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ বছর এবং বর্তমান কর্মস্থল লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ বছর যাবত শিক্ষকতা করে আসছেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি একজন ভদ্র, অসাম্প্রদায়িক, কোনরূপ ঝামেলা মুক্ত মেধাবী শিক্ষক হিসেবে সর্বময় পরিচিত। প্রাতিষ্ঠানিক কর্মজীবনে তার মত সহজ সরল শিক্ষক সারাদেশে বিরল। অত্যন্ত দুঃখের বিষয় হলো, মানুষ গড়ার কারিগর ভদ্র মানুষটি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ব্রেন টিউমারে আক্রান্ত।

৪ মে ২০২৪ লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু” তার রোগ সম্পর্কে অবগত হন এবং সংগঠনের সদস্যরা বিত্ত স্যারকে দেখতে লংগদু সদরের কাঠালতলীতে তার নিজ বাসায় যান। সদস্যরা স্যারের সাথে কুশল বিনিময় করেন। স্যার প্রথমে চট্টগ্রাম মেডিকেলে, এরপরে ঢাকাতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। দুটি পরীক্ষাতে একই রিপোর্ট আসে। অর্থাৎ স্যারের ব্রেন টিউমার। শুধু সাধারণ নয়, ধরণটা একেবারে অসাধারণ। অপারেশন এবং সৃষ্টিকর্তার দয়া ছাড়া তার সুস্থতা অসম্ভব। পাশাপাশি দেশে স্যারের অপারেশন করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

০৫ মে, ২০২৪ তারিখ সন্ধ্যায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়ানীড় লংগদু” এর কার্য পরিচালনা কমিটি লংগদু মোটরসাইকেল সমবায় সমিতির অফিসে এক জরুরী সভা আহ্বান করে। উক্ত সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, লংগদু সরকারি মডেল কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ।

বিত্ত স্যারের পরিবার তাকে চেন্নাই নিয়ে চিকিৎসা করাবেন । তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী চিকিৎসা খরচ গিয়ে দাঁড়াবে কমপক্ষে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ টাকা)। একজন সাধারণ বেসরকারি শিক্ষকের পক্ষে এই টাকা জোগাড় কিভাবে সম্ভব?

তাই মানবিক দৃষ্টিতে আলোচনা পর্যালো না শেষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় লংগদু বিত্ত বিকাশ স্যারের চিকিৎসা সহায়তা তহবিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।

যারা মানবিক দৃষ্টিতে বৃত্ত স্যারের জন্য চিকিৎসা সহায়তা করতে চান তাদেরকে দয়াকরে নিন্মোক্ত নির্ধারিত নম্বরে সহায়তা পাঠাতে অনুরোধ করা হলো।

বিকাশ, নগদ — 01552711131 ( পার্সোনাল)

বিকাশ, নগদ, উপায়, রকেট— 01876635452 (পার্সোনাল)

বিকাশ — 01829662357 (পার্সোনাল)

 

আপনার দান নিশ্চিত করতে উল্লেখিত নির্দিষ্ট নম্বর যাচাই করে সহায়তা পাঠাবেন। সংগঠন কিংবা রোগীর নাম ব্যবহার করে কেউ যাতে প্রতারণা করতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখার অনুরোধ করা হলো।

রোগীর যে কোন তথ্যের জন্য যোগাযোগঃ

মোহাম্মদ হারুনুর রশিদ,

আহ্বায়ক

ছায়ানীড় লংগদু

মোবাঃ 01823378940

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments