গাজিপুর সদর উপজেলার ভবানীপুর বাজারের দুই কিলো পশ্চিমে ফরিদ মার্কেট এলাকার ভবানীপুর বাইতুল উলুম হিফজ মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,গাজীপুর-০৩ আসনের ধানের শীষের কর্ণধার অধ্যাপক_ডাঃ_এস_এম_রফিকুল ইসলাম_বাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব।এ মহা সম্মেলনকে ঘিরে এলাকা বাসির মধ্যে এক উৎফুল্ল সৃষ্টি হয়।এশার নামাজের পর অনুষ্ঠানে প্রধান বক্তার আগমন ঘটলে শত শত মুসল্লী আসতে থাকে।তিনি প্রায় ৮০-৯০ মিনিট বক্তৃতাকালে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।