বাড়িঢাকা বিভাগটাঙ্গাইল জেলাভাংগা রাস্তায় কাদা পানির ভোগান্তি স্কুল ছাত্র/ ছাত্রী সহো সাধারণ জনগণের

ভাংগা রাস্তায় কাদা পানির ভোগান্তি স্কুল ছাত্র/ ছাত্রী সহো সাধারণ জনগণের

মো: সোহেল রানা, শিক্ষানবিশ প্রতিনিধি (সখিপুর) টাংগাইল।

টাংগাইল জেলার সখিপুর উপজেলায় ঢাকা হতে সাগর দিঘী, গারোবাজার এবং মধুর চলাচলের একটি মাত্র রাস্তা, সেই রাস্তায় কচুয়া বাজারে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এর সামনে রাস্তার নাজেহাল অবস্থার কারণে ভোগান্তিতে আছেন স্কুলের ছাত্র ছাত্রী সহো সাধারণ জনগণ,

গত পাচ বছরে কোন মেরামত করা হয়নি এই রাস্তার যার ফলে রাস্তায় কাদা পানি আটকে গিয়ে অসুবিধা সৃষ্টি করেছে যাতায়াতের, ক্ষতি হচ্ছে অনেক গরিব ভ্যান চালোকদেরও। হালকা বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে এই রাস্তায় প্রতিদিন চলাচল কারী গাড়ি ও সাধারণ জনগণের। অতিরিক্ত ভাংগা ও কাদা পানি থাকাতে বিভিন্ন ভাবে নষ্ট হচ্ছে সাধারণ গরীব মানুষের খেটে খাওয়ার এক মাত্র উপার্জনের ভ্যান/ অটো রিক্সা গুলো, গর্তে পড়ে ক্ষতি হচ্ছে বিভিন্ন বড় মাল বাহী গাড়িরও।

এলাকাবাসী এবং পথ যাত্রীরা জানান ঢাকা থেকে মধুপুরের এই রাস্তায় সখিপুর পর্যন্ত মেরামত কাজ করা হইলেও বিগত পাচ বছরে মেরামত করা হয়নি কচুয়া বাজারের রাস্তা ঘাট গুলো। যার জন্য প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ জনগণের। এবং কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এর এক মাত্র গেইটের সামনে এমন কাদা পানি মাখা রাস্তার কারণে ভাল ভাবে যাতায়েত করতে কষ্ট হচ্ছে স্কুল ছাত্র/ছাত্রীদের।

সাধারণ জনগণের দাবী এই রাস্তা মেরামত করার জন্য কোন নির্বাচিত মেম্বার চেয়ারম্যান এবং কি এম পি মহোদয়ের নজরে আসে নাই বিগত পাচ বছরে, যার ফলে ভোগান্তিতে রয়েছেন সকলে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments