রিদুয়ানুল বারী, সন্দ্বীপ( চট্টগ্রাম) প্রতিনিধি।
সন্দ্বীপ উপজেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন ওমর ফারুক ।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার ১৫ এপ্রিল পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শুধুমাত্র একটি মনোনয়নপত্র দাখিল করেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক । বিভিন্ন সূত্রে জানা গেছে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন ইস্যূতে আগ্রহ হারিয়ে ফেলেছেন সম্ভাব্য প্রার্থীরা। বুধবার ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বৈধ হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। তিনি সন্দ্বীপ পৌরসভা ৭ নং ওয়ার্ডের মন্দিল মাঝির বাড়ির অহিদের রহমানের পুত্র।
সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮-২০ এপ্রিল রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল, ২২ এপ্রিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে বুধবার ভোট গ্রহণ।
সন্দ্বীপ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৫ হাজার ৬৭৬ জন, পুরুষ ১,২৬,৬৮৯ মহিলা ১,১৮,৯৮৫
ভোট কেন্দ্র ৮৬, ভোট কক্ষ ৫৮৭।