বাড়িবাংলাদেশেঢাকা বিভাগভাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) নিজস্ব প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়  অজ্ঞাত ট্রাকচাপায় শাওন   (২৫) ও তাজিম (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক বন্ধু। সোমবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের নাগারদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদি গ্রামের হাবিব সরদারের ছেলে। আরেক বন্ধু শাওন ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ এলাকা থেকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য জয়বাংলা পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাজিম সরদার নিহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় শাওন মাতুব্বর মারা যান। খালিদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত একদিন আগেও মোটরসাইকেল দুর্ঘটনায় অন্য দুই বন্ধু নিহত হয়েছেন। এ নিয়ে দুইদিনে চারজন নিহত হলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments