
মোঃ নাজমুল হোসেন(জিয়ানগর) পিরোজপুর নিজস্ব প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বাজারে চাল পট্টিতে গভীর রাতে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুন লেগে ০৯টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আনুমানিক রাত ০৩টার দিকে এ আগুন লাগে বলে ধারণা করা হয়।
জানা যায়,বৈদ্যুতিক শর্ট সার্কিটের সূত্রপাত হয়ে আগুন লাগে। পরে আগুন ছরিয়ে পড়লে একে একে ০৯টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ভোর ০৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ০৯টি দোকানের মধ্যে ০২টি মুদি দোকান, ০২টি সেলুন,০১টি ফার্নিচার, ০১টি ইলেকট্রনিক্স এর দোকান, ০১টি চালের দোকান ও ০২টি খাবারের দোকান রয়েছে। ক্ষতিগ্রস্ত ০৯টি দোকানের মোট ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধকোটি টাকা বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।