
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ‘ফেক ফিল্ডিং’-এর কারণে ৫ রান না পাওয়ার অভিযোগ করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান। ম্যাচশেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ নিয়ে আক্ষেপ করেন।
অ্যাডিলেডে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় ৫০ মিনিট। বৃষ্টির আগে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য নতুন লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। বাংলাদেশ ম্যাচটি হারে ৫ রানে।
বিরতির পর খেলা শুরু হলে একবার রান নিতে গিয়ে পিছলে পড়ে যান লিটন দাস। ভেজা মাঠে খেলা চালিয়ে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নুরুল বলেন, ‘অবশ্যই এটা তো ধরেন… মাঠ যে ভেজা আপনারাও দেখছেন বাইরে থেকে আমরাও দেখছি। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে যখন আমরা কথা বলি, একটা “ফেক থ্রো”ও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। যেটা আমাদের দিকে আসতে পারত। দুর্ভাগ্যবশত সেটাও আসেনি।’
তবে কোন ওভারের কোন ডেলিভারির পর এমন ঘটেছে, নুরুল সেটি নিশ্চিত করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সপ্তম ওভারের খেলা চলার সময় অক্ষর প্যাটেলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টের সীমানার দিকে খেলেছিলেন লিটন। সেখানে ফিল্ডার ছিলেন অর্শদীপ সিং।
অর্শদীপের থ্রো উইকেটকিপার দীনেশ কার্তিকের কাছে পৌঁছানোর আগেই ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা বিরাট কোহলি থ্রোয়ের মতো অঙ্গভঙ্গি করেন। সেটি বৃষ্টি নামার আগের ঘটনা।