
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আইসিটি নলেজ লিমিটেড অধিভুক্ত (Govt.Reg.No. 11600/16 ও Center Code: SYLJ-046) ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার-ভিসিটিসি’র “৩ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” ও “৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স” এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের “সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও আইসিটি সিরিমনি-২০২২” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) দরবস্ত ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে ভিসিটিসি’র পরিচালক রাসেল মাহফুজ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচিব, লব্ধপ্রতিষ্ঠ লেখক, গবেষক ও পরিবেশবাদী আব্দুল হাই আল হাদী।
শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’র প্রযত্নে আয়োজিত “ICT Ceremony” অধিবেশনের পরিচালনা করেন বাতায়ন সমন্বয়ক লুৎফুল করিম রাজ্জাক। এই অধিবেশনে “উপস্থিত জ্ঞান প্রতিযোগিতা” আয়োজন করে সেরা ৩ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এছাড়া সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মোট ১৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একাডেমিক সনদ।