বাড়িসিলেটভিসিটিসি’র সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও আইসিটি সিরিমনি অনুষ্ঠিত

ভিসিটিসি’র সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও আইসিটি সিরিমনি অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও আইসিটি নলেজ লিমিটেড অধিভুক্ত (Govt.Reg.No. 11600/16 ও Center Code: SYLJ-046) ভিশনটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার-ভিসিটিসি’র “৩ মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” ও “৬ মাস মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স” এর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের “সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ও আইসিটি সিরিমনি-২০২২” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দরবস্ত ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে ভিসিটিসি’র পরিচালক রাসেল মাহফুজ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচিব, লব্ধপ্রতিষ্ঠ লেখক, গবেষক ও পরিবেশবাদী আব্দুল হাই আল হাদী।

শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’র প্রযত্নে আয়োজিত “ICT Ceremony” অধিবেশনের পরিচালনা করেন বাতায়ন সমন্বয়ক লুৎফুল করিম রাজ্জাক। এই অধিবেশনে “উপস্থিত জ্ঞান প্রতিযোগিতা” আয়োজন করে সেরা ৩ জন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এছাড়া সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের মোট ১৫ জন কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একাডেমিক সনদ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments