বাড়িঅন্যান্যভূঞাপুরে কর্মচারীকে ‘জুতাপেটা করা’ এসি ল্যান্ডকে বদলি

ভূঞাপুরে কর্মচারীকে ‘জুতাপেটা করা’ এসি ল্যান্ডকে বদলি

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড অমিত দত্তকে বদলি করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। অমিত দত্তকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে। পরে জেলা প্রশাসক মো. আতাউল গনি তাঁকে ছাড়পত্র দেন। গতকালই তিনি ভূঞাপুর ছেড়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে এসি ল্যান্ড অমিত দত্তকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে, ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গত সোমবার দুপুরে নামজারি আবেদনে ত্রুটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগ ওঠে এসি ল্যান্ড অমিত দত্তের বিরুদ্ধে। মারধরের শিকার দুই কর্মচারী হলেন ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।

অভিযোগ পাওয়া গেছে, আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসি ল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ত্রুটি দেখিয়ে দফায় দফায় প্রায় এক ঘণ্টা তাঁকে জুতাপেটা করেন তিনি। এরপর খায়রুল বের হয়ে এলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তাঁর কক্ষে ঢোকামাত্রই অমিত দত্ত জুতা ছুড়ে মারেন এবং মারধর করেন।

মমিনুল ইসলাম বলেন, ‘এসি ল্যান্ড স্যারের অফিসকক্ষে ঢোকামাত্রই আমার দিকে জুতা ছুড়ে মারেন, মারধর করেন এবং কটূক্তি করেন। পরে আমি কক্ষ থেকে বের হয়ে আসি।’

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে গেলে সেখানে অমিত দত্তকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments