বাড়িঅন্যান্যভূঞাপুরে বসতঘর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

ভূঞাপুরে বসতঘর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে বসতঘর থেকে চার মাস ও ছয় বছর বয়সী দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় বৈদ্যুতিক ফ্যানের পাখা রক্তমাখা অবস্থায় পাওয়া গেছে।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর বাড়ি উপজেলার নিকরাইল ইউনিয়নের যমুনা সেতু পুনর্বাসন এলাকায়। ওই দুই শিশুর নাম সাজিম (৬) ও সানি (৪ মাস)। তাদের বাবার নাম ইউসুফ আলী। আর মায়ের নাম সাহিদা বেগম (৩৫)।

স্থানীয় ব্যক্তিরা জানান, ইউসুফ আলী খুব সকালে যমুনা নদীতে মাছ ধরতে যান। এদিকে অনেক বেলা হওয়ার পরও সাহিদা ঘুম থেকে না ওঠায় তার মা সূর্য বানু ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে সাহিদার স্বামী ইউসুফ আলীকে খবর দেন। ঘরের টিনের বেড়া খুলে ভেতরে ঢুকে ইউসুফ দুই সন্তানের মরদেহ ও আহত অবস্থায় স্ত্রীকে পড়ে থাকতে দেখেন। তখন ঘরের সিলিং ফ্যানের দুটি পাখা রক্তমাখা অবস্থায় নিচে খুলে পড়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

সাহিদাকে উদ্ধারের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত সাহিদাকে দুপুরে হাসপাতালে আনা হয়। মাথায় কয়েকটি সেলাই দেওয়ার পর তাঁকে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments