
নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল নাগরপুর উপজেলার সদর বাজারে ভোক্তা অধিকারের এডিডি মো. আসাদুজ্জামান রোমেল এর অভিযানে বিদেশী পণ্য হয়ে গেল দেশী পণ্য। এছাড়াও দ্রব্যমূল্য কমে গেল ৭০-৮০%
এর আগ পর্যন্ত চড়া দামে দেশি পণ্যকে বিদেশি পণ্য বলে বিক্রি করে আসছিল নাগরপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। এছাড়াও মানহীন বিভিন্ন ধরনের কসমেটিকস বিক্রি করে আসছিল তারা। এ অভিযানে, ভোক্তা অধিকারের কাছে অতিরিক্ত লাভে জামাকাপড় বিক্রির অভিযোগটিও প্রমাণিত হয়। এসময় কেনা দামের চেয়ে প্রায় ১০০% লাভে পণ্য বিক্রি, মানহীন ভেজাল পণ্য বিক্রি ও দেশী পণ্যকে বিদেশি বলে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে দোকানীদের জরিমানা করেছে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার।
এসময় বাজারের ৩ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন। বাজার বণিক সমিতির নেতাদের অনুরোধে বেশকিছু দোকানীকে কঠোর নির্দেশনা দিয়ে সংশোধন হওয়ার শেষ সুযোগ দেন তিনি।
ভোক্তা অধিকারের এ অভিযানে জুঁই কসমেটিকস এর তরণী কান্ত হালদার কে ৫ হাজার টাকা, বেবি কালেকশনের মো. রিপন মিয়া কে ৫ হাজার টাকা, উজ্জল সু স্টোর এর উজ্জ্বল মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মো. মুসা মিয়া, কনজুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) নাগরপুর উপজেলা শাখার এর আহবায়ক মো. আব্দুল্লাহ খিজির, সদস্য সচিব মো. জসিউর রহমান (লুকন), যুগ্ম আহবায়ক মো. নুরুজ্জামান রানা, মো. শহিদুল ইসলাম সহ নাগরপুর বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ, নাগরপুর উপজেলার ক্যাব নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ টাঙ্গাইল জেলা পুলিশের সদস্যরা।