বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলাভোটের ফলাফল বাতিল করে পুনঃগণনার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন।

ভোটের ফলাফল বাতিল করে পুনঃগণনার দাবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন।

বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দিয়ে ভোটের ফলাফল ওলট-পালট করে অপর

প্রার্থীকে বিজয়ী ঘোষণা, ভোটের ফলাফল বাতিল করে বাতিলকৃত ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাঁস প্রতিকের মোকাররমা চৌধুরী।

শনিবার (১১ মে) বিকেলে হরিপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।

লিখিত অভিযোগে হাঁস প্রতিকের প্রার্থী মোকাররমা। চৌধুরী বলেন,গত ০৮-০৫-২০২৪ তারিখে অনুষ্ঠিত হরিপুর উপজেলা পরিষদের নির্বাচনে কয়েকটি কেন্দ্রে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতিকের কর্মীসমর্থকগণ ভোটারগণকে কেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করতে থাকে। তথাপি ভোটারগণ সকল বাধা অতিক্রম করে সুশৃঙ্খলভাবে কেন্দ্রে এসেৃ ভোট প্রদান করে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এজেন্ট ও কর্মীগণ প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণের যোগসাজশে আমার হাঁস প্রতিকের কিছু ভোট কলসের বান্ডিলে বেঁধে গণনা করার চেষ্টা করে। আমার এজেন্টের আপত্তির মুখে সঠিকভাবে ভোট গোছানোর পর গণনা শেষে বেশ কয়েকটি কেন্দ্রে আমি জয়লাভ করেছি বলে প্রকাশ পায়। পরবর্তীতে আমার এজেন্টগনকে কেন্দ্র থেকে বের করে দিয়ে কিছু অব্যবহৃত ব্যালেটে নতুন করে সীল মারে এবং আমার হাঁস প্রতিকের ভোট আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কলস প্রতিকের পক্ষে ও কলস প্রতিকের ভোট আমার হাঁস প্রতিকের পক্ষে দেখানো হয়। তৎপর অন্যায় ও অনধিকারে ভোটের ফলাফল পরিবর্তন করে আমাকে পরাজিত করা হয়।

এ সময় তিনি আরও বলেন, বেশ কয়েকটি ভোট কেন্দ্র সমূহে ভোট গণনার পর নতুন করে ভোট সংযোজন করা এবং কয়েকটি রেজাল্ট সীটে দেখা যায় ভোটের ফলাফলে ঘষা-মাজাসহ, প্রিজাইডিং কর্মকর্তার সীল ছাড়া রেজাল্টের সীট পাওয়া যায়। যা ভোটের ফলাফলে মারাত্মক প্রভাবিত হয়েছে।বেসরকারী ফলাফলে দেখা যায় পুরো উপজেলায় ৪৭৪৪ টি ভোট বাতিল দেখানো হয়েছে, যা সম্পূন্ন অবৈধ এবং অযোক্তিক। ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারি প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এসব অনিয়ম করা হয়েছে।

এর মধ্যে অনেক ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্ট এসব অভিযোগের সত্যতা জানিয়েছেন।এমতাবস্থায় ভোটের ফলাফল বাতিল এবং বাতিল কৃত ভোট পুনঃগণনার দাবি জানাচ্ছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments