কচুয়া চাঁদপুর নিজস্ব প্রতিনিধি।
বিগত জাতীয় নির্বাচনকে ডামি ও প্রহসন মূলক নির্বাচন দাবী করে এবার উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের ভোট বর্জনের দাবীতে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনায় চাঁদপুরের কচুয়ায় লিফলেট বিতরন ও পথসভা করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপি’র উপদেষ্টা ও কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মো. মোশররফ হোসেনের নেতৃত্বে শুক্রবার সকালে কচুয়ার সাচার বাজার, উত্তর পালাখাল, আকানিয়া বিশ^রোডসহ কয়েকটি স্থানে এসব লিফলেট বিতরন শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. মো. রফিক সিকদার। তিনি বলেন, বিএনপি তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে আন্দোলন করছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের জনগন বিগত ৭ জানুয়ারীর নির্বাচন বর্জন করেছে। এবারো বিএনপি’র আহবানে দেশের মানুষ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করবে। আমরা এ সরকার মানি না, নির্বাচন কমিশন মানি না। আগামী দিনে বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠিত হবে।
এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, শেখ মোহাম্মদ শামিম, সাবেরা আলাউদ্দিন, যুবদল নির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সদস্য বিল্লাল হোসেন তারেক, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, অ্যাড. নাহিদুল ইসলাম, কাউছার সরকার মামুন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, সাধারন সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সদস্য সচিব অ্যাড. মাসুদ প্রধানীয়া, কচুয়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মনজুরুল আজিজ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধান ও সাধারন সম্পাদক গাজী আব্দুর রশিদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া-১: কচুয়ার আকানিয়া বিশ^রোড মোড়ে ভোট বর্জনের দাবীতে লিফলেট বিতরন করছেন বিএনপি’র নেতৃবৃন্দ।