মোঃ রাফসান জানি, জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)
ভোলা সদর উপজেলা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত কে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজোন। এ সময় তাদেরকে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড তাজা গোলা, ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ জব্দ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ভোর রাতে উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও ভোলা ইলিশা ইউনিয়ন থেকে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- মো. কামাল (৫০) ও মো. মোসলে উদ্দিন (৫৬) সকাল ১০ টার সময় সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোন।
কোস্টগার্ড জানায়, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে তৎসংলগ্ন চরে মোঃ কামাকের নেতৃত্বে কুখ্যাত একটি ডাকাত দল জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল।
এবং মোঃ মোসলে উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল । তাদের বিরুদ্ধে এর আগেও ভোলা সদর থানায় কয়েকটি অভিযোগ রয়েছে।
পরে ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্টগার্ডের সাহায্য চাইলে কোস্টগার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। যার ধারাবাহিকতায় ৭ অক্টোবর ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটক ডাকাত ও জব্দ করা সব আলামতসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।