
মোঃ রাফসান জানি,বিশেষ প্রতিনিধি (ভোলা)
ভোলা সদর হাসপাতাল রোডের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ভোলা আই হসপিটাল কে দশ হাজার টাকা করে বিশ হাজার (২০,০০০)টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ( মোবাইল কোর্ট)।
সির্ভিল সার্জন ও জেলা প্রশাসক যৌথ উদ্যোগ নিয়ে এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন আরাফাত রহমান সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি অফিস ভোলা) ও ডা. শাকিলুর রহমান সিভিল সার্জন অফিস ভোলা।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর বেলা সাড়ে বারোটার দিকে এ অভিযান পরিচালনা করেন। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ল্যাবের ভিতরে নানা অনিয়ম পেয়েছেন ও ভোলা আই হসপিটালে আয়াদের দিয়ে নার্সের কাজ করানো হয় এবং কোন নার্স পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালত। তাই তাদেরকে প্রথমবারের মতো দশ(১০) হাজার টাকা করে( ২০) হাজার টাকা জরিমানা করে ওয়ার্নিং দেওয়া হয়। পরবর্তীতে এরকম অনিয়ম দেখা গেলে সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। দুটিতে অনিয়ম থাকলেও বরিশাল সিটি সেন্টার নামে ডায়াগনস্টিক এ অনিয়মের কিছুই পাওয়া যায়নি।