
মোঃ শাহিনুর রহমান স্বপন ,ঠাকুরগাঁও(পীরগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি কোচিং সেন্টার কে জরিমানা এবং সীলগালা করা হয়েছে। মঙ্গলবার ২০ জানুয়ারি পীরগঞ্জ উপজেলা ভূমি এন এম ইসফাকুল করিম’র নির্দেশে এই অভিযান চালানো হয়। পীরগঞ্জ পৌর শহরের স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারে এ অভিযান চালানো হয়। এই প্রতিষ্ঠানটি নির্ধারিত সরকারি নিয়মবিধি না মেনে কোচিং সেন্টার পরিচালিত করে এই অপরাধে কোচিং সেন্টারের মালিক পুলেন চন্দ্র রায় কে ৫০০০ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয় অভিজান কালে দেখা পীরগঞ্জ উপজেলা ভূমি এন এম ইসফাকুল করিম জানান পুরো শহরে এ রকম অধিক কোচিং সেন্টার রয়েছে যাদের সরকারি অনুমোদন নেই। এসব প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীগণ বিদ্যালয়ের মুখি না হয়ে কোচিং মুখি হয়ে পরছে যা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতি কর। তিনি আরও বলেন এসব অবৈধ কোচিং সেন্টারের বিরুদ্ধেআমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অভিজান কালে উপজেলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।

