বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলামগধরা নোয়া হাটে রেনেসাঁ ইসলামী সমাজ কল্যান পরিষদের শুভ উদ্বোধন ও ইফতার...

মগধরা নোয়া হাটে রেনেসাঁ ইসলামী সমাজ কল্যান পরিষদের শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল

 সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মগধরা নোয়াহাট এলাকায় রেনেসাঁ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 
২০ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে নোয়াহাটে  আয়োজিত  এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগধরা নোয়াহাট জামে মসজিদের খতিব  ডা: এ. এফ. এম. নুর উদ্দিন মনির। 
ডা: মো: আব্দুল করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ রিদুয়ানুল বারী। তিনি বলেন এ সংগঠনটি গঠনের অন্যতম  উদ্দেশ্য  কুরআনের আলোকে সমাজ সেবা এবং  তরুনদেরকে নৈতিকতার দিকে আহবান করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আশ্রাফ আলী,     চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও বৃহত্তম পেলিশ্যা সমাজের সুযোগ্য উত্তরসূরি   ইকবাল হোসাইন, সংগঠনের অন্যতম সিনিয়র সদস্য মাষ্টার আরিফ খান,  বদর শাহ তালিমুল উম্মাহ মাদ্রাসার প্রধান শিক্ষক সবুর খান,ষোল শহরের  বিশিষ্ট ব্যবসায়ী আবু সায়েদ, সন্দ্বীপ আনন্দ পাঠশালার আই টি শিক্ষক আলাউদ্দিন। 
মুঠোফোনে সবাইকে স্বাগত বার্তা জানিয়েছেন  সংগঠনটির উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য যথাক্রমে  ইউ এস এ প্রবাসী প্রফেসর মাইনুল হাসান খান, ইতালি প্রবাসী মো: জামসেদ এবং অস্ট্রেলিয়া প্রবাসী মিজানুর রহমান। 
এতে উপস্থিত ছিলেন মাস্টার মো: ইউনুস, মাস্টার আব্দুল হামিদ সুজন ও সংগঠনের অন্যতম সদস্য যথাক্রমে  মাস্টার আব্দুল হান্নান, সামসুল আলম মানিক,আবদুল হাত্তা মিন্টু, রহিম সওদাগর,আবুছাপা দুলাল সহ এক ঝাঁক তরুন সদস্য। 
 মগধরার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত  শুভাকাঙ্ক্ষীরাসহ পাঁচশতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি যেন এক মিলন মেলায় পরিনত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments