বাড়িঅন্যান্যমঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিকের মৃত্যু আটক ২

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিকের মৃত্যু আটক ২

 

 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত শ্রমিক উজ্জল অধিকারির (২০) শুক্রবার দিনগত রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাইধন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত উজ্জল বেপারী মঠবাড়িয়া উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের কৃষক সুধীর অধিকারির ছেলে। সে সরিষার তেল মিলে শ্রমিকের কাজ করত। এ ঘটনায় জড়িত সন্দেহে ননী গোপাল অধিকারি ও তার ছেলে নিরব অধিকারিকে পুলিশ আটক করেছে।

থানা ও স্থানীয়দের সূত্রে জানাযায়, উপজেলার বেতমোর রাজপাড়ায় কৃষক সুধীর অধিকারির সাথে প্রতিবেশী ননী গোপাল অধিকারির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ ননী গোপাল ও তার দলবল সুধীর অধিকারিকে মারধরধর করে। সুধীর অধিকারির ২ছেলে উজ্জল ও সজল কাজ শেষে বাড়ি ফিরে বাবার ওপর হামলার খবর শুনে তারা প্রতিবাদ জানায়। এসময় ননী গোপাল ও দলবল দ্বিতীয় দফায় লাঠিসোঠা নিয়ে হামলা চালালে উজ্জল ও তার ভাই সজল আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২ ভাইকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উজ্জলের অবস্থাথার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনহচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ২জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments